প্রতিবন্ধী মেয়েকে ধর্ষনের অভিযোগ,অভিযোগ উঠল শাসকদলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে,চাঞ্চল্য পিংলার পিন্ডরুই কালুখাঁড়া গ্রামে।

0
451

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  আবারও এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠল শাসকদলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার পিন্ডরুই পঞ্চায়েতের অন্তর্গত কালুখাঁড়া গ্রামে। ইতিমধ্যেই অভিযুক্ত পঞ্চায়েত সদস্য অভিজিৎ মণ্ডলকে আটক করেছে পিংলা থানার পুলিশ। বিশেষ সূত্রে জানা যায় নির্যাতিতা বাসন্তী পূজা উপলক্ষে তার দিদির বাড়িতে গিয়েছিল। সোমবার রাত্রিবেলা নির্যাতিতা দিদির বাড়িতে আরো অনেক আত্মীয়স্বজন এসেছিল। খাওয়া-দাওয়া শেষে রাত্রে বাড়ির পাশে পুকুর ঘাটে বাসন মাজতে গিয়েছিল দিদির পুত্রবধূ ও ওই নির্যাতিতা। অন্য মহিলা পুকুরঘাটে যখন বাসন মাজ ছিল তখন পুকুরপাড়ে এমার্জেন্সি লাইট নিয়ে দাঁড়িয়ে ছিল নির্যাতিতা। সেই সময় হঠাৎ করেই অভিজিৎ মন্ডল নামের ওই ব্যক্তি নির্যাতিতাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে গিয়ে শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। এর পরেই অন্য মহিলা চিৎকার করে এলাকাবাসীকে ডাকতে শুরু করে। সবাই মিলে যখন ঘটনাস্থলে যায়, ততক্ষণে পালিয়ে গিয়েছে অভিযুক্ত। এরপর মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মঙ্গলবার তাকে নিয়ে তার পরিবারের লোকেরা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের আসে। তার শারীরিক পরীক্ষা করা হয়। এরপর তারা কোর্টে গিয়ে অভিযোগ জানাবো বলে সূত্রের খবর।তবে এরকম একটা ঘটনাকে নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। এমনকি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে। তবে দীর্ঘ টালবাহানার পর অবশেষে কোতওয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার, এমনটাই জানা গিয়েছে পরিবার সূত্রে।