ফুটপাথবাসীদের জন্য স্থায়ী আশ্রয়স্থল বা চারতলার কংক্রিটের বাড়ি তৈরি করল খড়্গপুর পৌরসভা এবং জাতীয় নগর জীবিকা মিশন।

0
268

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এবার ফুটপাথবাসীদের জন্য স্থায়ী আশ্রয়স্থল বা চারতলার কংক্রিটের বাড়ি তৈরি করল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পৌরসভা এবং জাতীয় নগর জীবিকা মিশন।পথবাসীদের স্থায়ী ঠিকানার জন্য “স্বপ্ন নীড়” নামে এই বাসভবনের উদ্বোধন হলো মঙ্গলবার। এইদিন উদ্বোধন করলেন জেলাশাসক রশ্মি কমল। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ও খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার সহ অন্যান্যরা।এবার পথবাসীদের জন্য আর রাস্তার যন্ত্রণায় দিন কাটাতে হবে না।রোদ জলে পড়ে থাকতে হবে না, ঘুমাতে হবে না পথচলতি মানুষের পায়ের কাছের জমিতে।সেই পথ নিবাসী অসহায় মানুষদের জন্য খড়্গপুর পৌরসভা এবং জাতীয় নগর জীবিকা মিশনের উদ্যোগে চারতলা বিশিষ্ট কংক্রিটের এই বাসভবনটির শুভ উদ্বোধন হলো আজ।এই ভবনটিতে প্রাথমিকভাবে একশো থেকে দেড়শো জন পথবাসী থাকতে পারবেন।এছাড়াও অফিস ঘর এবং হেলথ চেক আপের জন্য প্রয়োজনীয় ঘরের ব্যবস্থা রয়েছে।আগামী দিনে এই বাড়িটিকে কোনো এনজিওকে দিয়ে পরিচালনা করা হবে বলে জানালেন খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার।