জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকার দ্বারা ঘোষিত অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল পোশাকের রং সাদা এবং নীল করার সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে জলপাইগুড়ি শহরে তৈরি হয়েছে প্রাক্তনী সম্মিলনী নামের এক অরাজনৈতিক সংগঠন , এই সংগঠনের পক্ষ থেকে কিছু দিন আগেই বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের নিয়ে একটি মিছিলের মধ্যে দিয়ে শুরু হয়েছে আন্দোলন, ।
সোমবার এই সংগঠনের আগাম অনুমতির ভিত্তিতে জেলা শাসকের সঙ্গে দেখা করে এক প্রতিনিধি দল।
জেলা শাসকের কাছে বিষয়টি তুলে ধরা হয় বলে জানিয়েছেন প্রাক্তনী সম্মিলনীর পক্ষে শৌভিক কুনডা,
তিনি জানান, জেলা শাসক স্কুলের পোশাকের রং পরিবর্তন করার বিরুদ্ধে যে আন্দোলন জলপাইগুড়ি থেকে শুরু হয়েছে সেই সম্পর্কে রাজ্য সরকার ইতিমধ্যে বিস্তারিত জেনেছে বলে জানিয়েছেন জেলা শাসক, শৌভিক বাবু আরো জানান , এই সরকারি ঘোষণার বিরুদ্ধে আজকে যে স্বারকলিপি জেলা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের নজরে আনার জন্য প্রদান করা হলো ,সেটিও দ্রুত যাতে উচ্চ মহলে পাঠিয়ে দেওয়া যায় তার ব্যাবস্থা জেলা শাসক করবেন বলেও আশ্বাস দিয়েছেন।
বাইট– শৌভিক কুনডা, প্রাক্তনী সম্মিলনী, সম্পাদক।