বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- গতকাল মঙ্গলবার অর্থাৎ ১২ এপ্রিল ছিল পথনাটিকার অন্যতম পথিকৃত “সফদার হাশমি’র” জন্মদিন। এই নাট্যব্যক্তিত্ব মঞ্চ থেকে বেরিয়ে নাটককে নিয়ে গিয়েছিলেন জনসাধারণের কাছে। তাঁর জন্মদিনটি “জাতীয় পথনাটক” দিবস হিসেবে চিহ্নিত। বীরভূম জেলার দুবরাজপুরের একটি সাংস্কৃতিক সংগঠন “একলব্য” এই পথনাটক উৎসবের আয়োজন করে মাদৃক সংঘ সাংস্কৃতিক ময়দানে। এই পথ নাটক ১০ এপ্রিল থেকে ১২ এপ্রিল তিনদিনের উৎসবে ১৪ টি নাটক মঞ্চস্থ হয়। জেলা ও ভিন জেলার নাট্য সংস্থা এই উৎসবে অংশ নেয়। এই উৎসবের সূচনায় পরিবেশিত হয় “ঢোল বাদন”। নাটুকে ছড়া ও নাটকের গানে অংশ নেন ছড়াকার অতনু বর্মন ও শিল্পী কাকলি দাস। উল্লেখ্য, নাট্যকার সফদার হাসমির জন্মদিন উপলক্ষে তাঁকে একলব্য নাট্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শুরুতেই ঢোল বাজিয়ে শোনান বাম বাদ্যকর ও সহ শিল্পীরা। এরপর একলব্য নাট্যসংস্থা পরিবেশন করে নাটক “পরিবেশ এক”। যার নির্দেশনায় ছিলেন একলব্যের কর্ণধার মধুসূদন কুন্ডু ওরফে বাপী কুণ্ডু।তারপর সিউড়ি নৃত্যাঙ্গন বিদ্যানিকেতন নৃত্য নাট্য” সংহতি ” পরিবেশন করে। এদিন বর্ধমান প্রয়াস সংস্থার পক্ষে নাটকের গান পরিবেশন করেন উদয়শঙ্কর মুখোপাধ্যায়। এরপরই কলকাতা রবীন্দ্রনগর নাট্যায়ুধ সংস্থা “পাঁক” নাটক মঞ্চস্থ করে।সবশেষে বহরমপুর ব্রীহি নাট্য সংস্থা “আমি পৃথা” নাটক মঞ্চস্থ করে। দীর্ঘদিন ঘরবন্দী থাকা নাট্য অনুরাগী মানুষজনদের উপস্থিতিতে এই পথনাটক উৎসবে “মাদৃক সংঘ” সাংস্কৃতিক ময়দান ছিল বেশ জমজমাট। একলব্য নাট্য চর্চা কেন্দ্রের কর্ণধার তথা সম্পাদক মধুসূদন কুন্ডু ওরফে বাপি কুন্ডু জানান, দমবন্ধকর পরিবেশ থেকে ডিজিটাল মাধ্যমের নানান প্ররোচনা থেকে বেরিয়ে এসে প্রতিদিনে নিজের ছেলে মেয়েদের শিল্প কর্মে এগিয়ে আসুন মানুষ এবং তাঁদেরকে উৎসাহিত করুন তাতে হতাশা মুক্ত থাকবে।