নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ব্যাংক থেকে ফেরার পথে ফাঁকা রাস্তায় ধারালো হাসুয়া দিয়ে নৃশংস ভাবে মহিলাকে কোপানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গুরুতর জখম মহিলার নাম সিমি খাতুন, বয়স ২৮ বছর। তার বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকার ছোট মন্ডায় চাঁইপাড়াতে । গতকাল সন্ধ্যায় ব্যাংক থেকে টাকা জমা দিয়ে ফেরার পথে আচমকাই সিমির প্রাক্তন স্বামী জাহাঙ্গীর সেখ ওই সিমির পথ আটকায় । তারপরেই সিমিকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে দুজনের বাদানুবাদ হয় । এরপরেই ওই মহিলাকে ধারালো হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে জাহাঙ্গীর । সিমির সঙ্গে ব্যাংক থেকে টাকা জমা দিয়ে ফিরছিল আরোও এক পড়শী মহিলা । সে জাহাঙ্গীরকে বাধা দিতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপাই জাহাঙ্গীর । তার পায়ে একটি কোপ লাগে, ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে । ইতিমধ্যেই পথচারীরা ঘটনাক্রম দেখে চিৎকার করতে শুরু করলে জমিতে কাজ করতে যাওয়া লোকজন ঘটনাস্থলে আসে এবং তা দেখেই দৌড়ে পালায় জাহাঙ্গীর । পরে স্থানীয়দের তৎপরতায় আশঙ্কাজনক অবস্থায় সিমি খাতুনকে বেদরাবাদ হাসপাতালে নিয়ে আনা হয় । সিমি খাতুন এর পরিবার সূত্রে জানা গেছে, গত ১১ বছর আগে বিয়ে হয় একই গ্রামের সিমি খাতুন এবং জাহাঙ্গীরের । প্রায়ই নেশা করে বাড়ি ফিরতো জাহাঙ্গীর এবং সিমির ওপর অত্যাচার চালাত । এরফলে নিত্য অশান্তি লেগেই থাকত পরিবারে । এদিকে সিমির বাচ্চা না হওয়ায় কুকথা শোনাতো জাহাঙ্গীরের পরিবারের লোকেরা । এই অশান্তি লেগে থাকার কারণে গত ছয় মাস আগে জাহাঙ্গীরকে তালাক দিয়ে বাবার বাড়িতে থাকতে শুরু করে সিমি । কিন্তু তারপরও জাহাঙ্গীর নানাভাবে তাকে হয়রানি করতো বলেও জানা গেছে ।
স্বাভাবিকভাবে এহেন ঘটনার ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে ।
Home রাজ্য উত্তর বাংলা ব্যাংক থেকে ফেরার পথে ফাঁকা রাস্তায় ধারালো হাসুয়া দিয়ে নৃশংস ভাবে মহিলাকে...