নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদের হবিবপুর থানার এলাকায় প্রাথমিক শিক্ষা বিরুদ্ধে ১১ বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল । জানাগেছে ১১ বছরে ওই শিশু এলাকার প্রাথমিক শিক্ষকের কাছে টিউশন পরতো। ওই প্রাথমিক শিক্ষকতার সাথে, তিনি গৃহশিক্ষকতা করতেন। পরিবার সূত্রে জানা গেছে সোমবার সন্ধ্যায় গৃহশিক্ষক পড়ানোর নাম করে ফোন করেন তার অভিভাবক বলেন আজ পরাবে। ওই শিশু অভিভাবক তার স্ত্রীকে বলেন আজ পড়াবেন শিক্ষক কিন্তু সেই দিন পড়ানো ছিল না বলে অভিযোগ তবুও ওই শিক্ষক আসেন পড়াতে কিন্তু পরানোর ফাকে ওই শিক্ষক বাড়ির সিড়ি ঘরের নিচে ওই ছাত্রীকে যৌননিগ্রহ করে বলে অভিযোগ। সোমবার এই ঘটনা কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হব্বিপুর থানার পুলিশ। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে ওই প্রাথমিক শিক্ষকের বাড়িতে যেতেই ওই শিক্ষক পালিয়ে যায়। ওই শিক্ষকে মঙ্গলবার রাতে ধরেফেলে পুলিশ। মঙ্গলবার ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হয় থানায় অভিযোগের ভিত্তিতে গৃহ শিক্ষককে বুধবার মালদা আদালতে পেশ করা হয় জানাগেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত একজন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, তার সাথে তিনি গৃহ শিক্ষকতা করতেন।ওই শিক্ষকের নাম প্রশান্ত মন্ডল (৪২)এলাকায় চলছিল মেলা সেসময় মেলায় গিয়েছিলেন পরিবারের লোকেরা সেই সুযোগে ওই গৃহশিক্ষক যৌন নিগ্রহের চেষ্টা চালায় ইতিমধ্যে বাড়িতে ফিরতে ওই শিশু ঘটনাটা জানাই তার বাবাকে খবর পেয়ে হব্বিপুর থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পোকসো মামলা রুজি করেছে ইতিমধ্যেই আজ অভিযুক্তকে মালদা জেলা আদালতে করেন।