জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ– করোনা পরিস্থিতি কাটিয়ে বৃহস্পতিবার জমজমাট চড়ক পুজো অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে। এদিন বিকেলে জলপাইগুড়ি শহরের পাণ্ডাপাড়া কালীবাড়ি এলাকায় অনুুষ্ঠিত হয় চড়ক পুজো।
পুজোকে ঘিরে দিনভর এখানে ছিল নানা আয়োজন। চড়ক পুজোর সদস্য ও ভক্তদের রাম দাঁঁয়ের ওপরে দাঁড় করিয়ে হাঁটতে দেখা যায়। পাশাপাশি পিঠে বড়শি গেঁথে চড়কের মাধ্যমে ঘোরানো হয় ভক্তদের। এছাড়া আরও
বিভিন্ন পুজোর নিয়মাবলী মেনেই চড়ক পুজোর আয়োজন করেন ভক্তরা। এই পুজোকে ঘিরে এদিন বেশ জমজমাট হয়ে উঠেছিল
জলপাইগুড়ি শহরের পাণ্ডাপাড়া কালীবাড়ি এলাকা। পুজো দেখতে হাজারো মানুষ ভীড় করেন। রীতিমতো মেলা বসে গিয়েছিল এখানে।