মনিরুল হক, কোচবিহার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় “জলস্বপ্ন” প্রকল্পের শিলান্যাস করলেন পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। এদিন মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি অঞ্চলের- ১, শিয়ালের বাড়ি ২, দাফাদারের বাড়ি – এই জায়গায় গুলিতে এই প্রকল্পের সূচনা করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তি বর্গ।
এ বিষয়ে মেখলিগঞ্জ এর বিধায়ক তথা রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমস্ত রাজ্যের গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় ঘরে ঘরে জল পৌঁছানোর জন্য ব্যবস্থা গ্রহণ করেছে তার নাম দেওয়া আছে জলস্বপ্ন। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা করা হবে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত বাড়িতে পরিস্রুত পানীয় জল বিনা পয়সায় পৌঁছে দেওয়া হবে।