জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সাইকেল চেপে কালি ঠাকুর।আরসেই দৃশ্য ক্যামেরা বন্দি।সামনেই চরক পুজো। চৈত্রী মাসে এই পুজো উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া রা কালী ,শিব ,পার্বতী সেজে ঘুরছে।আর বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করছে চাল ডাল টাকা পয়সা।যদিও এই সংগ্রহ করা সবটাই পুজোর কাজে লাগাবে তারা।নিয়ম অনুযায়ী বিভিন্ন ঠাকুরের বেশে অনেক টাই ভালো লাগে বলেও সেই সমস্ত কম বয়সী পড়ুয়ারা জানিয়েছেন।কালি কিংবা শিব তাদের ভঙী কেমন সেটাও সবাই কে দেখিয়ে আনন্দ হয় এমনটাই জানায় তারা। তাই এখন শহর কিংবা গ্রাম এলাকায় এই ধরনের দৃশ্য চোখে পড়ছে।