হাঁসখালি ধর্ষণকাণ্ডে মৃত নাবালিকার বাড়িতে সিবিআইয়ের প্রতিনিধিদল।

0
286

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার হাঁসখালি নাবালিকা গণধর্ষণকাণ্ডে নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলতে এলেন সিবিআইয়ের প্রতিনিধিদল। তারা প্রথমে মৃত নাবালিকার মা-বাবার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। এর পরেই মূল অভিযুক্ত বাড়িতে তদন্ত করতে যান। উল্লেখ্য হাঁসখালির গাজনা গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর গ্রামে 14 বছরের এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়। তীব্র যন্ত্রণা এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সেই রাতেই ওই নাবালিকার মৃত্যু হয়। নাবালিকার পরিবারের অভিযোগ তাকে হুমকি দেখিয়ে তড়িঘড়ি কোনরকম ডেট সার্টিফিকেট ছাড়াই শ্মশানে দাহ করে দেওয়া হয়। ঘটনার 5 দিন পর হাঁসখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করায় পরিবারের তরফ থেকে। ঘটনার প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ঘটনার তদন্ত পার হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। এদিন সিবিআই এর প্রতিনিধি দল মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন। দীর্ঘ কোন নাবালিকার মা-বাবার সঙ্গে কথা বলেন তারা। এর পরেই যেখানে ধর্ষণের ঘটনা ঘটেছিল অর্থাৎ সোহেল গোয়ালীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারা। সিবিআই এর প্রতিনিধি দল এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া না দিলেও তদন্ত শুরু হওয়ার কথা বলেছেন তারা।