চড়ক পূজার দিন পিঠে বঁড়শী বিদ্ধ অবস্থায় শূন্যে ঘুরতে গিয়ে পড়ে জখম হলো এক ভক্ত।

0
378

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- চড়ক পূজার দিন পিঠে বঁড়শী বিদ্ধ অবস্থায় শূন্যে ঘুরতে গিয়ে পড়ে জখম হলো এক ভক্ত। এই ছবি অনেকেই মোবাইলে ক্যামেরাবন্দি করেছেন । আর তারপরেই সেটি ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার মালদা শহরে ২৪ নম্বর ওয়ার্ডের চড়কের মেলা, শোভাযাত্রা এবং একটি উৎসবের আয়োজন করে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেখানেই চড়কের মেলায় ঘোরার সময় প্রায় ৫ ফুট উপর থেকে পড়ে যান ৫৫ বছর বয়সী শ্রীকান্ত সরকার। এরপর তাকে প্রাথমিক চিকিৎসার জন্য পূজা কমিটির সদস্যরা মালদা মেডিকেল কলেজে নিয়ে যান । শ্রীকান্তবাবুর বাড়ির শিলিগুড়িতে। প্রতি বছরই তিনি মালদা শহরে বুড়াবুড়ি তলা এলাকায় চড়ক পূজা সামিল হন। যদিও বয়সের ভারে তাকে এবারের বঁড়শীতে ঘোরানোর অনুমতি দিচ্ছিল না কর্তৃপক্ষ। জোর করেই এবার শেষবারের মতো তিনি পূজার অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর তারপরেই দুর্ঘটনাটি ঘটে ।পিঠের চামড়া ছিড়ে পড়ে গিয়ে এই বিপত্তি হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে চড়ক পূজা কমিটির সদস্যরা।