সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং: – আগামী দিনে প্রতিভাবান ফুটবলার যাতে উঠে আসে তার জন্য কামনা করে বিধায়কের উদ্যোগেই বাংলা নবর্ষের সকালেই ফুটবল মাঠের গোল পোষ্টের বার পুজো অনুষ্ঠিত হল। শুধুমাত্র বারপোষ্ট নয়,রীতিমতো ফুটবল কে দেবতার আসনে বসিয়ে পুরোহিত দিয়ে পবিত্র মন্ত্রোচ্চারণের মধ্যদিয়ে এমন পুজো অনুষ্ঠিত হল ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স ময়দানে।উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিধায়ক পরেশরাম দাস,ক্যানিং ফুটবল কোচিং সেন্টার এর প্রশিক্ষক শংকর ধর,খোকন সরদার,
সহকারী প্রশিক্ষক জয়পাল সরদার সহ ক্যানিং মহকুমার একাধিক উদীয়মান ক্ষুঁদে ফুটবলাররা।
উল্লেখ্য বিগত প্রায় বছর দশ আগে বাসন্তী ব্লকের সমাজসেবী দেবাশীষ বৈরাগীর হাতে গড়া ‘বিবেকানন্দ ফুটবল একাডেমী’র দুই প্রতিভাববান ফুটবলার ষ্ট্রাইকার জিয়ারুল পাইক এবং কিপার রাজেশ সরদার’রা বিশ্বমাঝে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মূখ উজ্জল করেছিল ২০১৬ সালের ২৫ জুলাই এর ডেনমার্ক এ আয়োজিত আন্তর্জাতিক ফুটবল টুর্ণামেন্ট ‘ডানা’ কাপ এ অংশ গ্রহন করে। যা আজও ক্যানিং মহকুমা তথা সুন্দরবনের বুকে বিরল ইতিহাসে।পরবর্তীতে আর কোন আন্তর্জাতিক মানের ফুটবলার উঠে আসেনি ক্যানিং মহকুমা এলাকায়।
ফুটবল মাঠে গোল পোষ্টের বার পুজো সম্পর্কে ফুটবল কোচ খোকন সরদার বলেন ‘সুন্দরবন তথা ক্যানিং মহকুমা এলাকা থেকে যাতে করে আগামী দিনে প্রতিভাবান ফুটবলার উঠে আসতে পারে তারে জন্য ‘ক্যানিং ফুটবল কোচিং সেন্টার’ এ প্রশিক্ষণ দেওয়া হয়। যার জন্য ক্ষুঁদে ফুটবলার দের একত্রিত করে এই পুজোর আয়োজন করা হয়।
অন্যদিকে বিধায়ক পরেশ রাম দাস জানিয়েছেন ‘আশা করি ক্যানিংয়ের বুকে যে ভাবে ফুটবল প্রশিক্ষণ চলছে,তাতে করে আগামী দিনে বহু প্রতিভাবান ফুটবল উঠে আসবে।বাংলা তথা দেশের সম্মান বৃদ্ধি করবে, তাতে কোন সন্দেহ নেই। কারণ বাঙালী সেরা খেলা ফুটবল।’