নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- উচ্চ মাধ্যমিকে ইতিহাস পরীক্ষার দিন গাজোল গ্রামীণ হাসপাতাল পুত্র সন্তান জন্ম দিলেন এক পরীক্ষার্থী। শনিবার ছিল উচ্চমাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। এদিন সকালে হঠাৎই মৌসুমী মন্ডল নামে ওই ছাত্রীর প্রসব যন্ত্রণা উঠে । তড়িঘড়ি তাকে গাজোল গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। তারপরই সেখানে পুত্র সন্তানের জন্ম দিয়ে ইতিহাস পরীক্ষা দিয়েছেন ওই ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্যাম সুখী গার্লস হাইস্কুলের ছাত্রী মৌসুমী মন্ডল। তার বাবার বাড়ি গাজোলের ছোটকান্দর গ্ৰামে । সেখান থেকে পরীক্ষা দিচ্ছে সে। শ্বশুরবাড়ি পাকুয়া এলাকায়। মা ও পুত্র সন্তান টি বর্তমান সুস্থ রয়েছে, ওই শ্যাম সুখী শিক্ষা নিকেতনের ছাত্রীকে গাজোল গ্রামীণ হাসপাতালে পরীক্ষা সুব্যবস্থা করে দিয়েছেন এবং সুস্বাস্থ্য ভাবে পরীক্ষা দিয়েছেন।