নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চড়ক পুজোয় নেমে এল বিষাদের ছায়া! আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের গুয়াবর নগর গ্রাম পঞ্চায়েতের বালাসুন্দর মধ্য পাড়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক সন্ন্যাসী নিজের পিঠের চামড়ার সঙ্গে বর্ষা লাগিয়ে দড়িতে ঝুলছিলেন। যখন চড়ক পুজোর বাননাম শূন্যে ঘুরছিল, তখন হঠাৎ করেই ওই ব্যক্তির দেহের চামড়া ছিঁড়ে গিয়ে তিনি একেবারে মাটিতে আছড়ে পড়েন। এই ঘটনায় গুরুতর আহত হন এক সন্ন্যাসী সহ চড়ক দেখতে আসা দুই জন। এই ঘটনাটি ঘটে শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশ টা নাগাদ। তারপর স্থানীয় বাসিন্দারা আহত দেরকে উদ্ধার করে রাতেই ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। এই ঘটনার জেরে এদিন ওই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এখনো পর্যন্ত আহত ওই তিন জনের পরিচয় জানা যায়নি।