পিংলা, নিজস্ব সংবাদদাতা:- কয়েক দিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পিন্ডরুই এলাকায় এক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে । পরে পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। এর পর তৎপর হয় পুলিশ।অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় ।শনিবার নাবালিকার বাড়িতে পৌঁছে পরিবারের সাথে কথা বলেন ভারতী ঘোষ সহ বিজেপি নেতৃত্ব।এর পর সাংবাদিকদের মুখোমুখি হন ভারতী ঘোষ।তিনি জানান পুলিসের কতগুলো নিজস্ব রাজধর্ম থাকা সত্ত্বেও পুলিশ সে কাজ করেনি।মানুষগুলো অত্যন্ত কষ্ট পাচ্ছে শুধুমাত্র আসামির বিরুদ্ধে অভিযোগ আছে আজকে সেই পরিস্থিতি নয়।এখানে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ উঠছে।এই কেসের ক্ষেত্রে যে ধরনের ধারা প্রয়োগ করার কথা ছিল, এখানে সেই ধারা প্রয়োগ করা হয়নি।আসলে কেসটাকে হালকা করে লেখা হয়েছে যাতে আসামি তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য বলে।যাতে তার তাড়াতাড়ি ছাড় হয়ে যায়। যদিও এই বিষয় নিয়ে পাল্টা অভিযোগ করলেন পিংলার বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতি, তিনি বলেন পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত চালাচ্ছে, বিজেপির সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন, আমরা এই খবর পাওয়ার পরেই পুলিশকে তৎপর হতে বলেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।
Home রাজ্য দক্ষিণ বাংলা পিংলার পিন্ডরুই এলাকায় নির্যাতিতার বাড়িতে পৌঁছে পরিবারের সাথে কথা বলেন ভারতী ঘোষ।