সূর্যাস্তের প্রান্তে শরীরে মৃত্যু নামে
ধ্বসে পড়ে গোধূলি বাড়ি, জোনাক হলুদ
সমাধি মন্দিরে প্রাচীন নক্ষত্র হাতে ছেনি
সূর্যোদয় খোদায় করে ফিরে যাবে কালো মেঘের ওপারে যেখানে সুরম্য প্রাকৃত আলো
শ্যাওলা শরীর ভেসে-ভেসে কলমীর জলে
মাছেদের হিরণ্য সংসার
সব পাখি কালো অন্ধকারে
মাটি আঁকড়ে একা শুধু গাছ
ভুলে গেছি দিনান্তের তালসারি ব্যথা
অপেক্ষার ঠাকুরদালান এখানে বধ্যভূমি
রক্তাক্ত যোনিতে পিশাচের নৃত্য
জ্যান্ত শরীরের পোড়া গন্ধ বাগটুই
কখনো কি ছিল এই মাটি রম্য ভূমি ?