নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন শনিবার ঝাড়গ্রাম ব্লকের শালুকগেড়িয়া এলাকায় আয়োজন করা হয় ।ওই কর্মী সম্মেলন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে ও কেন্দ্রের মোদি সরকারের জনস্বার্থবিরোধী আর্থিক নীতির প্রতিবাদে এলাকায় এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। ওই প্রতিবাদ মিছিলে
উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি বিধায়ক দেবনাথ হাঁসদা, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ঝাড়গ্রাম জেলার সভাপতি মহাশীষ মাহাত, শিক্ষক সংগঠনের নেতা স্বপন পাত্র, ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের সভাপতি নরেন মাহাত,তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য গৌতম মাহাত, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সরেন সহ দলের অন্যান্য নেতৃত্বরা ওই কর্মী সম্মেলনে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি বিধায়ক দেবনাথ হাঁসদা। তিনি বলেন পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে। দেশের সাধারণ মানুষকে চরম সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে। অথচ কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার চুপ করে বসে রয়েছে। বিজেপি জাতপাত নিয়ে রাজনীতি করে । কিন্তু বাংলার মানুষ শান্তি ও উন্নয়নের পক্ষে রায় দেয় । তাই শনিবার যে দুটি উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে সেখানে মানুষ বিজেপিকে আস্তাকুড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে । তাই সাম্প্রদায়িক শক্তি বিজেপির বাংলায় কোন জায়গা নেই বলে তিনি জানান ।সেই সঙ্গে তিনি বলেন জঙ্গলমহলের শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে । কোন হুমকির কাছে তৃণমূল কংগ্রেস মাথা নত করবেনা। তৃণমূল কংগ্রেস জঙ্গলমহলের উন্নয়নের জন্য কাজ করবে। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ঝাড়গ্রাম জেলার সভাপতি মহাশীষ মাহাতো বলেন মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে। তাই প্রতিটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস এর প্রার্থীরা জয়লাভ করছে। জঙ্গলমহলকে এক শ্রেণীর মানুষ অশান্তি সৃষ্টি করার চক্রান্ত করছে। তাদের সেই উদ্দেশ্য সফল হবে না । জঙ্গল মহলের মানুষ শান্তি ও উন্নয়ন চায়। যে শান্তি ও উন্নয়ন জঙ্গলমহলের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেই শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে । তিনি দলীয় কর্মীদের হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে জঙ্গলমহলের উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান।