অটো উল্টে গুরুতর জখম ৪।

0
309

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – একটি যাত্রীবাহী অটো উল্টে গুরুতর জখম হলেন ৪ জন। জখমদের মধ্যে এক শিশুও রয়েছে।জখমরা সকলেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে ক্যানিং থানার অন্তর্গত গোলাবাড়ী-ক্যানিং রোডের সাতমূখী বাজার সংলগ্ন এলাকায়। জখম হয়েছে রিমি নাইয়া ও তাঁর কন্যা তিশা নাইয়া সহ মুকুন্দ সরকার,বিল্লাস শেখ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে কুলতলি থানার অন্তর্গত কচিয়ামারা বাজার থেকে ৭ জন যাত্রী নিয়ে ক্যানিংয়ের দিকে আসছিল একটি অটো।আচমকা সাতমুখী বাজার সংলগ্ন এলাকার ক্যানিং-গোলাবাড়ি রোডে উল্টে গেলে চারজন যাত্রী গুরুতর জখম হয়।স্থানীয়রা জখমদের কে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই চারজন অটোযাত্রী।তবে কি ভাবে এমন দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।