ঐতিহাসিক প্রাচীনতম মেলা সজনাদিঘি।

0
296

নিজস্ব সংবাদদাতা, মালদা: ঐতিহাসিক প্রাচীনতম মেলা সজনাদিঘি। এই মেলাকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে হবিবপুর ব্লকের কেন্দপুকুর এলাকা। প্রতি বছর চৈত্র মাসের শেষে বৈশাখে সজনা দিঘি মেলা কমিটির উদ্যোগে আয়োজন হয়ে থাকে এই মেলা। করোনার পরিস্থিতি জন্য প্রায় দুই বছর বন্ধ ছিল এই মেলা এ বছর মেলা শুরু হতেই খুশি এলাকাবাসী থেকে ভিন্ন রাজ্য থেকে আসা সকলের । উল্লেখ্য আদিবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত হবিবপুর ব্লক। প্রতিবছরের জাঁকজমক করে মেলার আয়োজন করা হয়। গত দু’বছর ধরে করোনার কারণে বন্ধের পরে এবছর হছে প্রাচীন ঐতিহ্যবাহী সজনা দিঘি মেলা। বহু দূর দূরান্ত থেকে এমনকি পার্শ্ববর্তী জেলা সহ পাশ্ববর্তী রাজ্যের ঝাড়খন্ড বিহার সহ বিভিন্ন জায়গায় আদিবাসী সমাজের লোকেরা এই মেলার সমাগম ঘটে থাকে।রবিবার দুপুরে মেলা পরিদর্শন করতে আসেন উত্তরমালদা সংসদ খগেন মুর্মু গোটা মেলা ঘুরে দেখেন কি পরিস্থিতি রয়েছেন তা খতিয়ে দেখেন।