প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- কালী পূজা উপলক্ষে বস্ত্র বিতরনী অনুষ্ঠানে উপস্থিত সাঁকরাইল এর বিধায়িকা প্রিয়া পাল। সাঁকরাইল থানার অন্তর্গত সারেঙ্গা পঞ্চায়েত স্থিত ব্রাহ্মণপাড়া নিউ তরুণ সংঘের পরিচালনায় মহা ধুমধাম করে হয়ে গেলো শনিবারে কালী পুজো উৎসব। এই উৎসব উপলক্ষে ২ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে কমিটি কার্যকর্তারা। সেইমতো অর্থাৎ প্রথম দিন কালী পূজার দিনে মহা ধুমধাম করে বাদ্যযন্ত্র সরকারে মা কালী কে বরণ করে নিয়ে আসা হয় মন্ডবে পরে আতশবাজি প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় কালী পূজার প্রথম পর্ব। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে এই কালীপূজা অংশগ্রহণ করেন। সারা রাত্রি ব্যাপি চলে শাস্ত্র মেনে কালীপূজা। সুর্য উঠার আগে বাদ্যযন্ত্র সহকারে পার্শ্ববর্তী গঙ্গায় বিসর্জন এর ব্যবস্থা করেন এলাকার মানুষজন। পরের দিন অর্থাৎ রবিবার বিকেল বেলায় যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের মাধ্যমে এলাকায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যবস্থা রাখে পূজা কমিটি। সন্ধ্যায় সাঁকরাইল বিধানসভার বিধায়িকা পিয়া পাল সহ অন্যান্য স্বনামধন্য অতিথিদের উপস্থিতিতে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়। পরে সারারাত্রি বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করেন ক্লাব কর্তৃপক্ষ। এমনই দীর্ঘ ১৫ বছর ধরে হয়ে আসছে কেবলমাত্র ব্যাতিক্রম করণা চলাকালীন। করনা চলাকালীন দু’বছর প্রতিমা পূজা শুধু হয়েছিল কোন অনুষ্ঠান হয়নি। তাই এবছর করোনা মুক্ত হওয়ায় মহাসমারোহে মেতে উঠেছে বাঙালির বিভিন্ন পাল পার্বণ গুলি।