গ্রীষ্মকালীন রক্তের সংকট মোচনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ভারত স্কাউট অ্যান্ড গাইডস এর সহযোগিতায় অতুল চন্দ্র কুমার মার্কেটের শুভানুধ্যায়ীবৃন্দ।

0
276

নিজস্ব সংবাদদাতা, মালদা : গ্রীষ্মকালীন রক্তের সংকট মোচনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ভারত স্কাউট অ্যান্ড গাইডস এর সহযোগিতায় অতুল চন্দ্র কুমার মার্কেটের শুভানুধ্যায়ীবৃন্দ।
মালদা জেলা জুড়ে তীব্র দাবদাহ। ৪১-৪২ ডিগ্রী সেলসিয়াসে উঠানামা করছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে রক্ত সংকট মোচনে আয়োজন করা হয় একটি রক্তদান শিবিরের। অতুল চন্দ্র কুমার মার্কেট এলাকায় শীততাপ নিয়ন্ত্রিত ব্লাড মোবাইল ভ্যানে আয়োজন করা হয় রক্তদান শিবিরের।
উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভারত স্কাউট গাইডস এর জেলা সভাপতি অনিল সাহা, এলাকার শুভানুধ্যায়ী সুশান্ত বসাক, বলায় ভট্টাচার্য সহ অন্যান্যরা।
এদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বেচ্ছায় রক্ত দান করেন স্থানীয় রক্তদাতারা।
তীব্র দাবদাহে রক্তদান শিবিরের আয়োজন করার উদ্যোগকে সাধুবাদ জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।