জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়িতে হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো নির্মানস্থল পরিদর্শন করলেন প্রধান বিচারপতি।
রোববার বিকেলে জলপাইগুড়িতে আসেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, এদিন তিনি পাহাড় পুর এলাকায় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো নির্মাণের জন্য যে নির্দিষ্ট জমি চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে সেই স্থানে জেলার উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতে পরিদর্শন করেন,
এর পর প্রধান বিচারপতি জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবনে আসেন,
যদিও আজকের এই পরিদর্শন প্রসঙ্গে প্রধান বিচারপতি উপস্থিত সংবাদ মাধমের প্রতিনিধিদের শুধু মাত্র নব বর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই পরিদর্শন বিষয়ে জেলা শাসক আপনাদের বিস্তারিত জানিয়ে দেবেন।