বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে নব নির্বাচিত ১৬ জন কাউন্সিলার এবং বিশিষ্টজনেদের গতকাল রাত্রে লালবাজারে সংবর্ধনা প্রদান প্রদান করা হল। এদিন উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য, কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবব্রত সাহা, এই ওয়ার্ডের কাউন্সিলার অর্জুন চৌধুরী, ওয়ার্ড সভাপতি তারক গড়াই সহ অন্যান্য কাউন্সিলাররা।