প্রশাসনের তরফ থেকে বারবার সতর্কতামূলক প্রচার চালানো সত্ত্বেও মানুষ কর্নপাত করছেন না।

0
253

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- প্রশাসনের তরফ থেকে বারবার সতর্কতামূলক প্রচার চালানো সত্ত্বেও মানুষ কর্নপাত করছেন না।
আবারও মাঠে গমের নাড়া পুরাতে গিয়ে ঘটলো বিপত্তি।আগুনে ঝলসে গেল এক ভাগ চাষির ১০-১২ টি আম গাছ।মাথায় হাত চাষির।ঘটনাটি ঘটেছে আজ দুপুর বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের কুশিদা হাট খোলা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়,কুশিদা এলাকার এক চাষি এদিন মাঠে গমের নাড়ায় আগুন ধরিয়ে দিলে গমের জমিতে থাকা আমগাছ ও পার্শ্ববর্তী বাগানের আম গাছগুলো আগুনের লেলিহান শিখায় ঝলসে যায় বলে খবর। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি।

উল্লেখ্য,প্রায় মাস খানেক আগে ওই এলাকার বোয়ালমারী মাঠে গমের নাড়া পুরাতে গিয়ে ১০০ বিঘা গমের জমি পুড়ে ছাই হয়ে যায়।তার রেশ কাটতে না কাটতেই আবার গমের নাড়ার আগুনে ঝলসে গেল ১০-১২ টি আম গাছ।এই নিয়ে এলাকার মানুষের সতর্কতা নিয়ে প্রশ্ন তুললেন কুশিদা অঞ্চল সভাপতি মহম্মদ নুর আজম। তিনি প্রশাসনের সহযোগিতায় এলাকায় এলাকায় মাইকিং করা সত্ত্বেও এই ধরনের কর্মকাণ্ড দেখে হতবাক।আর কিভাবে প্রচার চালালে মানুষ সতর্কতা হবে।