মনিরুল হক, কোচবিহারঃ মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তায় কোচবিহার শিবযজ্ঞ মন্দিরে নির্মিত অথিতি নিবাস ও রন্ধন শালার আনুষ্ঠানিক সূচনা করলেন পুরসভার চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। আজ মন্দির প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অথিতি নিবাস ও রন্ধনশালার সূচনা করা হয়। সেখানে রবীন্দ্রনাথ বাবু ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান সহ মন্দির কর্তৃপক্ষের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
দীর্ঘ দিনের প্রাচীন কোচবিহারের ওই শিবযজ্ঞ মন্দির। এখনও প্রত্যেক বছর নিয়ম করে সেখানে যজ্ঞের আসর বসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা এসে ওই যজ্ঞে অংশ গ্রহণ করেন। যজ্ঞ চলার সময় পূর্ণ অর্জনের জন্য বহু ভক্ত সমাবেশ হয় সেখানে। বিধানসভা নির্বাচনের আগে ওই মন্দিরের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন মন্দির কর্তৃপক্ষ। তাঁদের প্রস্তাবে রাজি হয়ে আর্থিক সহায়তা নিয়ে আসেন মুখ্যমন্ত্রী। এরপরেই সেখানে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজে হাত দেয় মন্দির কর্তৃপক্ষ। এদিন সেই উন্নয়ন প্রকল্পের মধ্যে থাকা অথিতি নিবাস এবং রন্ধনশালার আনুষ্ঠানিক সূচনা করা হয় বলে জানা গিয়েছে।
Home রাজ্য উত্তর বাংলা মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তায় কোচবিহারের শিবযজ্ঞ মন্দিরে একাধিক উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক সূচনা।