আগ্নেয়াস্ত্র সহ আটক হওয়া তিন যুবককে আদালতে পেশ করল নবদ্বীপ থানার পুলিশ।

0
279

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগ্নেয়াস্ত্র সহ আটক হওয়া তিন যুবককে আদালতে পেশ করল নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ নদীয়ার নবদ্বীপ পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের ফাঁসিতলা কৃষ্ণকালিতলা এলাকায় তৃণমূল মনোনীত গোষ্ঠ ভট্টাচার্য্যের উপর অতর্কিত সশস্ত্র হামলা চালায় কয়েকজন যুবক। সেই সময়ে গোষ্ঠ বাবুর সঙ্গী-সাথীরা আটকাতে গেলে ধস্তাধস্তি শুরু হয়ে যায় উভয়পক্ষের মধ্যে। এরপর অভিযুক্তদের মধ্যে তিনজন যুবককে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে একটি আগ্নেয়াস্ত্র সহ তিন যুবককে আটক করে নবদ্বীপ থানার পুলিশ। বাকিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। রাতেই থানায় গিয়ে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন আক্রান্ত জন প্রতিনিধি গোষ্ঠ ভট্টাচার্য। আটক তিন যুবক সক্রিয় বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। সোমবার সকালে আটক তিন যুবক শুভঙ্কর সরকার, সুরজিৎ বিশ্বাস ও আনন্দ পালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১,৩০৭ সহ ৩৪ আইপিসি ২৫/এ অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পেশ করে নবদ্বীপ থানার পুলিশ। ধৃতরা প্রত্যেকেই নবদ্বীপ পৌরসভার প্রাচীন মায়াপুর সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।