কোলাঘাট স্টেশন ও রূপনারায়ন নদীর তীরবর্তী এলাকায় স্বচ্ছ ভারত মিশন বিজেপির।

0
503

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:–১৮ এপ্রিল অর্থাৎ সোমবার এই বিশেষ দিনে বিজেপির পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়। আর এই কারণে আজ সকাল থেকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট স্টেশনে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী গ্রহন করলো পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। এইদিন কোলাঘাট স্টেশন সহ রূপনারায়ন নদের তীরবর্তী এলাকা এবং কয়েকটি মন্দিরে এই স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী পালিত হয়। এইদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা নারায়ন মাইতি, দেবব্রত পট্টনায়েক, তুষার দোলুই,সাদ্দাম হোসেন সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এই সম্বন্ধে অভিনেতা নারায়ণ মাইতি জানান ছাড়া ভারতবর্ষজুড়ে আজকের দিনটিতে বিজেপির নেতা কর্মীরা এই কর্মসূচিতে লিপ্ত হয়েছে।