আবদুল হাই, বাঁকুড়াঃ সাতসকালে বাঁকুড়ার জয়পুর জঙ্গলে ঝুলন্ত দেহ উদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।জানা যায় আজ সোমবার জয়পুর ব্লকের জয়পুর জঙ্গলে সকালে স্থানীয় মানুষজন প্রাতঃভ্রমণ করতে গেলে দেখে একজন ব্যক্তি জয়পুর ফরেস্ট এর কাছে একটি গাছে গলায় দড়ি দিয়ে ঝুলছে। তড়িঘড়ি স্থানীয় মানুষজন জয়পুর থানায় খবর দেয়। সেই খবর পাওয়া মাত্রই জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে ঝুলন্ত দেহটিকে গাছ থেকে নামিয়ে আনে এবং সাথে সাথেই জয়পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তবে কি কারণে মৃত্যু তারি তদন্তের জন্য জয়পুর থানার পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠাবে বলে জানা যায়। জানা যায় ওই ব্যক্তির পরিচয় ওই ব্যক্তির বাড়ি জয়পুর ব্লকের রাউত খন্ড গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনপুর গ্রামের বাসিন্দা নাম রাধেশ্যাম লোহার আনুমানিক বয়স 32 বছর। পেশায় একজন রাজমিস্ত্রি ও স্টাইলিশ মিস্ত্রি।বৃন্দাবনপুর গ্রামের পাশের বাড়ির বাসিন্দা দের সাথে কথা বলে জানতে পারা যায় তিনি দীর্ঘদিন ধরে টাকাপয়সা অভাবের জন্য মানসিক অবসাদে ভুগছিলেন, আজ সকালে প্রতিদিনের মতোই জয়পুর বাজার বেরিয়েছিলেন বাজার বেরিয়ে টাকা পয়সার অভাব এর জন্য এই মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছে বলে সকলেরই অনুমান । তবে একেবারে কাঁচা সংসার জলে ভেসে গেলো বলে মনে করছেন এলাকার মানুষ বাড়িতে দুই দুটি বাচ্চা ছেলে রয়েছে সংসারের একমাত্র রোজগেরে এরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে তা কেউ ভাবতে পারেনি এরপর কিভাবে চালাবে সংসার ভেবে উঠতে পারছে না সকলে। বাড়িতে ও গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।