জলে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ,এলাকায় শোকের ছায়া।

0
329

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : – জলে ডুবে দুই নাবালিকা শিশুর মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। মৃত দুই নাবালিকার নাম সোনালী নাইয়া(১০)ও ঈশা বৈদ্য(৯)।ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০ টা নাগাদ ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের রাজাপুর গ্রামে। ক্যানিং থানার পুলিশ মৃত দুই নাবালিকার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে ঠিক কি ভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সকালে তালদির রাজাপুর এলাকার একটি পুকুরে স্নান করতে নেমেছিল ১০-১২ জন নাবালক নাবালিকা। স্নান করার সময় আচমকা সোনালী নাইয়া ও ঈশা বৈদ্য পুকুরে তলয়ে যায়। তাদের কে দেখতে না পেয়ে অন্যান্যরা তাদের বাড়ি লোকজন ও প্রতিবেশীদের খবর দেয়। ততক্ষণে অবশ্য ওই দুই নাবালিকার দেহ পুকুরের জলে ভেসে উঠেছে। স্থানীরা তড়িঘড়ি পুকুরে নেমে ওই দুই নাবালিকাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।ক্যানিং মহকুমা হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স দিদিরা তড়িঘড়ি ওই দুই নাবালিকার চিকিৎসা শুরু করলেও তাদের দেহে প্রাণ না থাকায় বাঁচানো সম্ভব হয়নি।শেষ পর্যন্ত ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা ওই দুই নাবালিকা কে মৃত বলে ঘোষণা করেন। সকাল বেলায় এমন মর্মান্তিক ঘটনার খবর তালদির রাজাপুর গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।শোকে কান্নায় ভেঙে পড়েন দুই নাবালিকার বাবা সোনাতন নাইয়া ও মোহন বৈদ্য সহ পরিবার পরিজনেরা।