নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- রবিবার রাতে হাতির হামলার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক এর ফুলবেড়িয়া এলাকায় । স্থানীয় সূত্রে জানা যায় যে ফুলবেড়িয়া গ্রামের বাসিন্দা প্রায় 50 বছর বয়সী সুশান্ত মাহাতো রবিবার রাতে বরো ধানের জমিতে সেচের জল দেওয়ার জন্য যাচ্ছিল ।সেই সময় আচমকা স্থানীয় জঙ্গল থেকে হাতির দল ওই এলাকায় চলে আসে। হাতির হামলার হাত থেকে বাঁচার জন্য তিনি ছুটতে শুরু করেন। সেই সময় একটি হাতি তাকে আছাড় মারে। যার ফলে হাতির হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। ওই এলাকায় থাকা হাতির দল কে স্থানীয় জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য বন দফতরের কর্মীরা উদ্যোগ গ্রহণ করে । তবে হাতির হামলায় ওই ব্যক্তি জখম হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতির হামলায় জখম ব্যক্তির চিকিৎসার জন্য বন দফতরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কয়েকদিন আগে ওই এলাকায় হাতির হামলায় পর পর দুই জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হাতির হামলায় জখম হওয়ার ঘটনায় ওই এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বলে গ্রামবাসীরা জানান।