জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- তৈরি হওয়া আবাসন এখন জরাজীর্ণ। দশ বছর ধরে পুরো তৈরি হওয়া পৌর হরিজন দের আবাসিক এখন তালা অবস্থায় পড়ে আছে। চারতলা বিশিষ্ট এই বন্ধ আবাসনের আটটি কোয়াটার চালু করার উদ্যোগ নেবে বর্তমান কাউন্সিলর মনিন্দ্র নাথ বর্মন এমন টাই তিনি জানিয়েছেন। হরিজন কর্মীদের জন্য তৈরি হওয়া আবাসন এখন বন্ধ অবস্থায় নষ্ট হচ্ছে । জলপাইগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের অন্তরগত হরিজন বসতি এলাকায় যা তৈরি হয়েছিল তৎকালীন পৌরপিতা মোহন বসুর আমলে। তৈরি হয়েছিল 2012সনের পয়লা এপ্রিল।কিন্তু এখন তালা অবস্থায় রয়েছে। নিচে শুধু একটি ঘর শিশু শিক্ষা কেন্দ্রের জন্য ব্যবহার হচ্ছে। বাকি সবটাই বন্ধ। হরিজন কর্মীরা কেউ ই পায়নি একটি ও আবাসন।তাই এই আবাসন চালু হবার কথা জানিয়েছেন হরিজন কর্মীরাও। যদিও কাউন্সিলর মনীন্দ্র নাথ বর্মন জানিয়েছেন বিষয়টি কি জন্য তৈরি হয়েছিল বা এখন বন্ধ কেন তা ক্ষতিয়ে দেখা হবে।