বাটলারের অনবদ্য সেঞ্চুরি থেকে ফিঞ্চ ঝড়, হাত ঘুরিয়ে চাহালের হ্যাটট্রিক থেকে শ্রেয়সের অধিয়ানোকচিত ইনিংস- সব মিলিয়ে দুর্দান্ত রুদ্ধশ্বাস এক লড়াইয়ের সাক্ষী রইল ব্র্যাবর্ন স্টেডিয়াম।সোমবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার।
চলতি আইপিএলে শুরু থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন জস বাটলার। আর এদিন কলকাতার বিরুদ্ধে মাত্র ৫৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে নয়া নজির গড়লেন তিনি। ষষ্ঠ ব্যাটার হিসেবে একই আইপিএলে দুটি শতরানের মালিক হয়ে গেলেন এই ইংলিশ তারকা। এই তালিকায় রয়েছেন বিরাট কোহলি, শিখর ধাওয়ান, হাসিম আমলা, শেন ওয়াটসন এবং ক্রিস গেইল। কমলা টুপিধারী বাটলারের ঝুলিতে এখন মোট তিনটি আইপিএল সেঞ্চুরি।
আইপিএলে দুরন্ত শতরান জস বাটলারের। কেকেআর এর বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে শুরু করেন রাজস্থানের এই ব্যাটসম্যান। ৬১ বলে ১০৩ রানের ইনিংসটা সাজানো ছিল ৯টি চার ও ৫টি ছক্কা দিয়ে। এই নিয়ে আইপিএল এ দ্বিতীয় শতরান করলেন বাটলার। তার শতরানের সৌজন্যে নাইটদের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস। বাটলারের সেঞ্চুরির সুবাদে কেকেআর-এর বিরুদ্ধে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস নির্ধারিত ২০ ওভারে করল ৫ উইকেটে ২১৭ রান। এছাড়া ১৯ বলে ৩৮ রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। ১৩ বলে ২৬ করেন শিমরন হেটমায়ার ও ২৪ রান করেন দেবদূত পাড়িকল। কেকেআরের হয়ে একনমাত্র ৪ ওভারে ২১ রান ২ উইকেটে ভালো বোলিং করেন সুনীল নারিন।জবাবে ব্যাট করতে নেমে। ফিঞ্চ ও শ্রেয়সের ব্যাটে ভর করে জয়ের দিকে এগোতে থাকে। কিন্তু চাহালের হ্যাটট্রিক নাইট দের জয়ের আশায় জল ঢেলে দিল। ২১০রানে শেষ হল কেকেআর র লড়াই।
রুধ্বশ্বাস ম্যাচ বোধহয় একেই বলে। দিনের শেষে কোনও এক দল তো জিতবেই। কিন্তু ৪০টি ওভারে ব্যাটার এবং বোলাররা যেভাবে দর্শকদের মনোরঞ্জন করলেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। বাটলারের অনবদ্য সেঞ্চুরি থেকে ফিঞ্চ ঝড়, হাত ঘুরিয়ে চাহালের হ্যাটট্রিক থেকে শ্রেয়সের অধিয়ানোকচিত ইনিংস- সব মিলিয়ে দুর্দান্ত রুদ্ধশ্বাস এক লড়াইয়ের সাক্ষী রইল ব্র্যাবর্ন স্টেডিয়াম।