যে কোনো পরীক্ষার আগে তার ভালো মতন প্রস্তিতি নেওয়া প্রতিটি ছাত্র-ছাত্রীর জন্য খুবই জরুরী। সে মাধ্যমিক হোক এইচস হোক কিংবা অন্যান্য পরীক্ষা। আর পরীক্ষাটা যদি WBCS তাহলে তো আর কোনো কথাই নেই। কঠোর অনুশিলন, নিয়মানুবর্তিতা মেনে পড়ো শোনা করলে অবশ্যই সফল হওয়া যাবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ টিপস-
1) স্বল্প সময়ের মধ্যে বিশাল সিলেবাস ‘কভার’ করতে হলে পরীক্ষার্থীদের একটা পরিকল্পনা করে পড়াশোনা করতে হবে। তবেই স্বল্প সময়ের মধ্যে বিশাল সিলেবাস ‘কভার’ করা সম্ভব হবে। 2) প্রার্থীদের অবশ্যই WBCS সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্নের জটিলতাগুলিকে বুঝতে হবে।3) প্রস্তুতির স্ম্যে ‘মক টেস্ট’ দেওয়া আবশ্যক। 8) আগের বছরের প্রশ্নপত্র সঙ্গে নিয়ে পড়াশোনা করতে হবে। তাতে বঝা যাবে যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ আর কোনটি কম। ৫) WBCS পরীক্ষায় তিনটি বিভাগে মোট ৭৫ টি প্রশ্ন থাকে। বিশ্বের বর্তমান ঘটনা, ভারত, এবং পশ্চিমবঙ্গের সমস্যাগুলিকে নিয়মিতভাবে মক এবং কুইজের মাধ্যমে পর্যালোচনা করতে হবে। প্রতিদিন খবরের কাগজ পড়ুন। এটি আপনাকে কেবল বর্তমান বিষয়গুলির জন্য প্রস্তুত করতে সহায়তা করবে না। তবে এটি আপনাকে আপনার শব্দভান্ডার এবং লেখার ক্ষমতা উন্নত করতেও সহায়তা করবে। ৬) পড়াশোনার পাশাপাশি শরীরের প্রতি যত্নশীল হওয়াও সমানভাবে আবশ্যক। এই সকল নিয়ম গুলি পালন করে চললে পরীক্ষার্থী রা সফল হওয়ার সম্ভবনা ওনেকট ই বেড়ে যাবে
।।ছবি : সংগৃহীত।।