নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- গাজোল ১ গ্রাম পঞ্চায়েতের হরিদাসপুর এলাকায় উপস্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোগত সমস্যা নাজেহাল অবস্থা সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্যকর্মী থেকে আসা কর্মীদের। যদিও এই উপস্বাস্থ্যকেন্দ্রের অধীনে রয়েছে হরিদাসপুর গ্রাম, আকন্দাগ্রাম এবং কদুবাড়ি গ্রাম। তিনটি গ্রামের অন্তত সাত হাজার মা ও শিশু রয়েছে বলে স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গিয়েছে। বেহাল উপস্বাস্থ্য কেন্দ্রের অবস্থা হওয়ার কারণে বিভিন্ন এলাকার ঘর ভাড়া নিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিসেবা দেওবার ব্যবস্থা করেছে ওই এলাকার উপস্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা। যার ফলে চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে আশা কর্মীদের। এই অবস্থায় সংশ্লিষ্ট এলাকার উপস্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো গড়ে তোলার দাবি জানিয়েছেন আশা কর্মীরা। পাশাপাশি আরো বেশি করে ওই এলাকায় আশা কর্মী নিয়োগ দরকার রয়েছে বলে উপস্বাস্থ্যকেন্দ্রের একাংশ কর্মীরা জানিয়েছেন।