ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু এক শ্রমিকের ।

0
276

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের । বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার অন্তর্গত নারায়ন পুর পঞ্চায়েতের আন্দুলি পাড়া গ্রামের বাসিন্দা তাপস ক্ষেত্রপাল গোয়া রাজ্যে কাজ করতে গিয়েছিলেন গত কয়েক মাস আগে । সেখানেই রডের কাজ করতেন তিনি । সেই কাজ করার সময় ১ বৈশাখের দিন উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই শ্রমিকের । এই খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে । মঙ্গলবার মৃত শ্রমিকের দেহ গ্রামে আসতেই পরিবারের আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন । পরিবারের একমাত্র রোজগেরের এভাবে মর্মান্তিক মৃত্যু হওয়াতে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী ও দুই মেয়ে ।

আর এই নিয়ে বিজেপি তৃণমূল রাজনৈতিক তরজা শুরু হয়েছে । পাত্রসায়ের মন্ডল দুই এর বিজেপি সভাপতি তমাল কান্তি গুই রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি । তিনি বলেন , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের এত উন্নয়ন করছেন তবে রাজ্যে কাজ নেই কেন । তবে তৃণমূল কংগ্রেস ওই পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন । এ বিষয়ে নারায়নপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রশান্ত শাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান , বিজেপির কাজ রাজনীতি করা ওরা তাই করছে । তবে যেকোনো মৃত্যুই দুঃখজনক বলে জানান তিনি । এ তিনি আরো বলেন আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাই ও আগামী দিনে তার পরিবারের পাশে সর্বদাই থাকবো ।