এক গৃহস্থের বাড়ির চাষের মেশিনের ঘরের ভেতর থেকে দুটি প্রমাণ সাইজের বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের পাবনা কলোনি এলাকার ,এক গৃহস্থের বাড়ির চাষের মেশিনের ঘরের ভেতর থেকে দুটি প্রমাণ সাইজের বিষধর চন্দ্রবোড়া সাপ দেখতে পান ,বাড়ির মালিক লক্ষণ বিশ্বাস । সকালবেলায় দেখতে পান একটি চন্দ্রবোড়া সাপ তার মেশিন ঘরে রয়েছে ,এরপর একটু সময় পেরিয়ে যাওয়ার পরে দেখতে পান একটি নয় দুটি চন্দ্রবোড়া সাপ সেখানে রয়েছে । এরপরই তিনি বনদপ্তরে ফোন করেন ,তারপর শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা গিয়ে সেই বিষধর সাপ দুটিকে উদ্ধার করে । প্রমাণ সাইজের দু দুটি সাপ উদ্ধার করতে বেশ খানিকক্ষণ সময় লাগে, এবং বেগ পেতে হয় বলেই জানাচ্ছেন উদ্ধারকারী অনুপম সাহা । এর পর উদ্ধার হওয়া বিষধর সাপ দুটিকে শান্তিপুর পলাশগাছি ফরেস্টের বন কর্মীদের হাতে তুলে দেওয়া হবে ,বলে জানাচ্ছেন উদ্ধারকারী অনুপম সাহা । তিনি আরো জানান যেহেতু গরম বাড়ছে এবং লোকালয়ে জলা জায়গা এবং বন-জঙ্গল কমছে, সে কারণেই সাপের উপদ্রব বেড়ে চলেছে । মানুষকে সচেতন থাকতে হবে, অন্ধকার জায়গা এড়িয়ে চলতে হবে ,তৎসহ ঘুমানোর সময় অবশ্যই বিছানা ঝেড়ে মশারি টাঙ্গিয়ে ঘুমোতে হবে ।তবে গৃহস্থবাড়িতে দুটি বিষধর সাপ একসাথে উদ্ধার হওয়ার ঘটনায় ,ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *