জামিন পেলেও জেল থেকে ছাড়া পেলেন না শীতলকুচি তৃণমূল নেতা।

মনিরুল হক, কোচবিহারঃ ভোট-পরবর্তী হিংসা এবং নানা অভিযোগে আদালতের নির্দেশে সিবিআই গ্রেপ্তার করেছিল তৃণমূলের শীতলকুচি ব্লকের সহ-সভাপতি পূর্ণ গোবিন্দ সিংহ এবং শাহের আলী মিয়াকে। ২৮ শে জানুয়ারি তাদেরকে মাথাভাঙ্গা আদালতে তোলা হলে আদালত তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। বেশ কয়েকবার মাথাভাঙ্গা এসিজেএম আদালতে তাদের জামিনের আবেদন খারিজ হয়। পরবর্তীতে জামিনের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হয় তারা। সেই পরিপ্রেক্ষিতে গতকাল হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তৃণমূল কংগ্রেসের শীতলখুচি ব্লকের সহ-সভাপতি পূর্ণ গোবিন্দ সিংহকে জামিন দেয। ৮৪ দিন জেলহাজত কাটানোর পর আজ জেল থেকে ছাড়া পাওয়ার কথা থাকলেও জেলের বাইরে বের হতে পারলেন না পূর্ণ গোবিন্দ সিংহ।
এ বিষয়ে মাথাভাঙ্গা আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি রবীন্দ্রনাথ রায় বসুনিয়া বলেন, আদালতের কিছু কাগজপত্র ক্রটি থাকার কারণে আজ পূর্ণ বাবুর জেল থেকে ছাড়া পাওয়া হয়নি,আগামীকাল সকাল সকাল জলপাইগুড়ি থেকে কাগজপত্র ঠিক ঠাক করে নিয়ে আসলে আশাকরি আগামীকালকেই পূর্ণ গোবিন্দ সিংহ জেল থেকে ছাড়া পাবেন।
এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, গতকাল হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তৃণমূল কংগ্রেস নেতা পূর্ণ গোবিন্দ সিংহের জামিন এর অর্ডার বেরিয়েছে।কাগজপত্র ক্রটি থাকার কারণে আজকে জেল থেকে ছাড়া পাওয়া হয়নি পূর্ণবাবুর। আগামীকাল আদালতের সমস্ত কাগজপত্র ঠিকঠাক করে নিয়ে এলেই আশাকরি পূর্ণবাবু মাথাভাঙ্গা জেল থেকে ছাড়া পাবেন।
যদিও আজকে মাথাভাঙ্গা সংশোধনাগারের পাশে একটি মাঠে শীতলকুচি থেকে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক এবং নেতৃত্বরা পূর্ণ গোবিন্দ সিংহের জন্য অপেক্ষায় ছিলেন তখন তিনি জেল থেকে বেরিয়ে আসবেন। কিন্তু পূর্ণ গোবিন্দ সিংহের জেল থেকে ছাড়া পাওয়া হচ্ছে না আজ এই খবর চাউর হতেই সকলের চোখমুখে আনন্দের থেকে বিষাদের ছায়া লক্ষ করা যায়। জেল থেকে তৃণমূল নেতাকে না নিয়েই ফিরে যেতে হয় তৃণমূল কর্মী সমর্থকদের।
তবে যাই হোক তৃণমূল কর্মী সমর্থকরা বলে গেছেন, আগামীকাল আমরা আবার সবাই আসব দলের এই নেতা তৃণমূল কংগ্রেস নেতা পূর্ণ গোবিন্দ সিংহ কে আমরা আইনের মাধ্যমেই শীতলকুচি তে নিয়ে যাব।তার জন্য আজকের দিনটা অপেক্ষা করতেই হচ্ছে শীতলকুচি তৃণমূল নেতাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *