ইফতার পার্টি হয়ে গেল আন্দুল অনিন্দিতা হলে বিধায়িকার উপস্থিতিতে।

0
525

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: ইফতার পার্টি হয়ে গেল আন্দুল অনিন্দিতা হলে বিধায়িকার উপস্থিতিতে। মুসলিম সম্প্রদায়ের রমজান মাস সবচেয়ে পবিত্র মাস। সারা বছরের জন্য অপেক্ষা করে থাকেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় ব্যক্তিগণ। কবে আসবে রমজান মাস মুখিয়ে থাকেন আবালবৃদ্ধবনিতারা। সারাদিন রোজা থেকে সন্ধের সময় রোজা ভঙ্গ করার নিয়ম কে বলা হয় ইফতার। এক মাস রোজা করার পর আসে পবিত্র ঈদ। হিন্দু সম্প্রদায়ের যেমন সবচেয়ে বড় পার্বণ হচ্ছে দুর্গাপূজা, ঠিক তেমনি ইসলাম ধর্মের সবচেয়ে বড় পার্বণ হলো ঈদ। সারা ভারত বর্ষ তথা বিশ্বজুড়ে পবিত্র ঈদ পালিত হয় মহাসমারোহে। নতুন জামা কেনা থেকে শুরু করে সব কিছু একটা উৎসবের বাতাবরণ তৈরি হয় এই ঈদে। আর কিছুদিন বাকি আছে ঈদ হতে। এখন থাকতেই বিভিন্ন জায়গায় কেনাকাটা শুরু হয়ে গেছে। রমজান উপলক্ষে ইফতার পার্টির হয়ে গেল আন্দুল অনিন্দিতা হলে। ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন সাঁকরাইল বিধানসভার বিধায়িকা মাননীয়া পিয়া পাল, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত ঘোষ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নবনীতা নস্কর, সাঁকরাইল ব্লক এর সংখ্যালঘু মহিলা সভানেত্রী নাসিমা কাজী, দক্ষিণ হাওড়া কার্যনির্বাহী সভাপতি তপন পাল, সাঁকরাইল পঞ্চায়েত প্রধান প্রদ্যুৎ পাল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।