ওয়েস্ট ইন্ডিজের সুপারস্টার কায়রণ পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন।
হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কায়রন পোলার্ড। সাদা বলের ক্যাপ্টেন ছিলেন ওয়েস্ট ইন্ডিজ টিমের। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা অলরাউন্ডার।
৩৩ বছর বয়সী এই তারকা ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারের সর্বোচ্চ স্তরে ইতি টানলেন।
কায়রণ পোলার্ড ২০১৯ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের ওডিআই এবং টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন এবং তিনি গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের নেতৃত্ব দিয়েছিলেন। কায়রণ পোলার্ড ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন। ইন্সটাগ্রামে ভিডিও পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। ওয়ান তো বটেই, টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ টিমের স্তম্ভ ছিলেন তিনি। নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাটে-বলেও ধারাবাহিক ভাবে পারফর্ম করেছেন। কায়রণ পোলার্ড ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে ১২৩টি ওয়ানডে খেলে ২৭০৬ রান করেছেন এবং ৫৫ উইকেট নিয়েছেন। ১৩৫.১৪ স্ট্রাইক রেটে ১০১ ম্যাচে ১৫৬৯ রান করে তিনি সেরা টি-টোয়েন্টি ব্যাটারদের একজন ছিলেন। পোলার্ড শেষবার ভারতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে খেলেছিলেন। যে সময় তিনি ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সিরিজে ভারতের কাছে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ। পোলার্ড বর্তমানে ভারতে রয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২২-এ মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করছেন।