পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দিল্লির জাহাঙ্গীরপুরীতে হিংসা ছড়ানোর ঘটনায় ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা থেকে আনসার শেখ এবং আসলাম শেখ গ্রেপ্তার হয়েছে দিল্লি পুলিশের হাতে। এই ঘটনার সঙ্গে আরো কারোর যোগ রয়েছে কিনা সে ব্যাপারে তদন্ত করতে এবার পূর্ব মেদিনীপুরে পৌঁছালো দিল্লি পুলিশ। বুধবার সকালে প্রথমে তারা মহিষাদল থানায় যায় এবং পরে সুতাহাটা থানায় গিয়েছে দিল্লি পুলিশের দিল্লি পুলিশের প্রতিনিধি দল। এবং তারপর সুতাহাটা গোলাপচক গ্রামে গিয়েছেন পুলিশের ওই প্রতিনিধি দল এবং সাধারন মানুষের সঙ্গে কথোপকথন করেন তারা। মূলত এই ঘটনার সাথে আরও কারা জড়িত রয়েছে কিনা সেই বিষয় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে দিল্লি পুলিশ। এরপর কুকড়াহাটির হিয়াৎপুর গ্রামে পৌঁছায় দিল্লি পুলিশের টিম এবং সেক জাকিরের বাড়িতে জিজ্ঞাসাবাদ করেন দিল্লি পুলিশ,সেখানে জাকিরের এক আত্মিয় বাড়িতে যায় এবং জাকিরের বন্ধুর স্ত্রী ফুলজান বিবির সাথে কথা বলেন।তবে এখানে সাহাপুর পার্শ্ববতী গ্রামে বিয়ে করে।মাঝেমধ্যে হিয়াৎপুরে আসতো।দিল্লীতে তাদের বাড়ি।এদিন বেশকিছুক্ষন জিঞ্জাসাবাদ করে।মূলত জাকিরের প্রকৃত কোথায় বাড়ি, বাংলাদেশে কোন যোগাযোগ রয়েছে কিনা সে বিষয়ে দিল্লী পুলিশ জিঞ্জাসাবাদে প্রশ্ন তোলে।তবে জানায় বাংলাদেশের সাথে কোন যোগযোগ নেই এটাই জানা জাকিরের বন্ধুর স্ত্রী। পাশাপাশি গ্রামের মানুষকে আনসার শেখ এবং আসলাম শেখের সম্পর্কে বহু কিছু জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ, যদিও গোটা ঘটনার ধোঁয়াশার মধ্যে রয়েছে এলাকাবাসী, কারণ খুব ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল এলাকায়, তবে পুলিশি তদন্তে আগামী দিনে কি উঠে আসে সেদিকে নজর থাকবে আমাদের।
Home রাজ্য দক্ষিণ বাংলা দিল্লির জাহাঙ্গীরপুরীতে হিংসার ঘটনায় পূর্ব মেদিনীপুরে তদন্ত সাপেক্ষে এলেন দিল্লি পুলিশ।