আবদুল হাই, বাঁকুড়াঃ সাম্প্রতিককালে বাঁকুড়া জেলার সোনামুখী জঙ্গলে বারবার আগুন লাগার ঘটনা ঘটে এই ঘটনাল সাধারন মানুষদের বিভিন্ন সময় মাইকের মাধ্যমে প্রচার চালিয়ে সচেতন করা হয়েছে সোনামুখী বনদপ্তরের পক্ষ থেকে । এবার জঙ্গলে বন্য পশু হত্যা রখতে ও সাধারণ মানুষদের সচেতন করতে কড়া নজরদারি চালাচ্ছে সোনামুখী বনদপ্তরের আধিকারিকরা ও সোনামুখী পুলিশ প্রশাসন । সকাল থেকেই সোনামুখী রেঞ্জের বিভিন্ন জঙ্গলে সোনামুখী রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী সহ অন্যান্য বনদপ্তরের আধিকারিক এবং সোনামুখী পুলিশ প্রশাসন টহল দিচ্ছেন । অন্যদিকে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে সাধারণ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বার্তা দেওয়া হয় । প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এর ফলে বন্য পশু হত্যা অনেকটাই কমবে বলে মনে করছেন সকল শুভ বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ ।
সোনামুখী রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী বলেন , সোনামুখী বনদপ্তর এবং সোনামুখী পুলিশ প্রশাসন যৌথভাবে এই কর্মসূচি চালাচ্ছি যাতে কেউ অযথা জঙ্গলে প্রবেশ না করে এবং বন্য পশু হত্যা না করে । বন্য পশু হত্যা করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বলেও জানান তিনি । তিনি বলেন এই কর্মসূচির ফলে সাধারণ মানুষ আরও বেশি সচেতন হবে ।