হেলমেট বিহীন অসচেতন ব্যক্তিদের সচেতন করতে উদ্যোগ কোতুলপুর থানার পুলিশের।

0
248

আবদুল হাই, বাঁকুড়াঃ বুধবার হেলমেট বিহীন অসচেতন ব্যক্তিদের শায়েস্তা করতে সকাল থেকেই রাস্তায় নামে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাম নারায়ন পাল । দুর্ঘটনা রুখতে বিভিন্ন সময় বিভিন্ন রকম পন্থা অবলম্বন করেছে কোতুলপুর থানার পুলিশ ।তেমন আজও এক অভিনব কৌশলের সাক্ষী থাকলো কোতুলপুর বাসি ।বৈধ কাগজপত্র এবং হেলমেট পড়ে যারা গাড়ি চালাচ্ছেন তাদেরকে দেওয়া হল জলের বোতল এবং গ্লুকোন ডি । আর যারা হেলমেট বিহীন ভাবে গাড়ি চালাচ্ছেন তাদের কপালে জুটল কেস ।পথচলতি মানুষদের এবং যাত্রীদের এমনকি সিভিক ভলেন্টিয়ার দের কেউ জলের বোতল এবং গ্লুকোন ডি দেওয়া হলো পুলিশের পক্ষ থেকে ।

অপরদিকে যারা হেলমেট বিহীন ভাবে গাড়ি চালাচ্ছেন তেমন 5 ব্যক্তির বাইককে আটক করে নিয়ে আসা হল কোতুলপুর থানাতে। দুপুর দুটো পর্যন্ত জানা যায়২ টি মোটর বাইকের উপর কেস দেওয়া হয়েছে। কোতুলপুর থানা র পুলিশের এই হ্যানো কাজে খুশি নেটি জনেরা। এত করেও কি অসচেতন ব্যক্তিদের চেতন ফিরবে ?প্রশ্নচিহ্ন কিন্তু থাকছেই।