উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার।

সব খবর ডেস্ক:- সাদা বল ক্রিকেটে ধারাবাহিক পারফর্মেন্সের জন্যে খ্যাতি অর্জন করা রোহিত শর্মা ক্রিকেটের ধ্রুপদী ফরম্যাট অর্থাত্‍ টেস্টে ওপেনার হিসাবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। দুরন্ত ছন্দে ছিলেন ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরাহ। গতবছর ইংল্যান্ডের মাটিতে আয়োজিত টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়েছিলেন রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ।

তারই ফলসরুপ বিখ্যাত ক্রিকেট পত্রিকা উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন এই দুই ভারতীয় ক্রিকেটার। অলি রবিনসন, ডেভন কনওয়ে ও ড্যান ভ্যান নিয়ার্কাকের পাশাপাশি বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় রয়েছেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ও তারকা পেসার জসপ্রীত বুমরাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *