নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এবার ভুয়ো নীল বাতি গাড়ি পুলিশের জালে, সন্দেহ হওয়ায় গাড়ি দাঁড় করায় পুলিশ। কোন সদুত্তর না দিতে পারায় গাড়িটিকে আটক করে পুলিশ, গ্রেপ্তার গাড়ী চালক। নদীয়ার শান্তিপুর থানার ঘটনা। সূত্রের খবর, গতকাল শান্তিপুর থানার বাইপাস 34 নম্বর জাতীয় সড়কে একটি পুলিশ গাড়ি টহল দিচ্ছিল। সেই সময় ওই নিল জাতির গাড়ি কি রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন এই সন্দেহ হয় পুলিশের। গাড়িটি কে দাঁড় করায় এবং নীল বাতি কি কারণে লাগানো তা জানতে চান গাড়িচালকের কাছে। কিন্তু গাড়িটি কোন প্রশাসনের নয়,নয় কোন জনপ্রতিনিধির। তাহলে কি কারনে গাড়িটিতে নীল বাতি লাগানো রয়েছে তার কোনো সদুত্তর দিতে পারেনি গাড়ির চালক। এরপরেই গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ইতিমধ্যেই গাড়ির চালক বরুণ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায় ওই গাড়ির চালকের বাড়ি শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। তবে ফুলিয়া এলাকাবাসীর দাবি ওই গাড়িটি ফুলিয়ার স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাস নামে দুই ভাই দীর্ঘদিন ব্যবহার করত। এবং ওই গাড়িটি নিয়ে বেআইনি মূলক বিভিন্ন কাজ করতো। তবে এ বিষয়ে প্রশাসনের তরফ থেকে কিছু জানানো হয়নি। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত বলেন, ইতিমধ্যেই গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে দেখা হচ্ছে কোন উদ্দেশ্যে কারা এই গাড়িটি ব্যবহার করত।