মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- মেদিনীপুর রাজ্যজুড়ে ঘটে চলা খুন-ধর্ষণের নারকীয় ঘটনার প্রতিবাদে,শিক্ষক, শিক্ষাকর্মী নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতির প্রতিবাদে, প্রাক্তন শিক্ষামন্ত্রী ও পর্ষদ সভাপতির অপসারণের দাবিতে, এস এস সি নিয়োগে দুর্নীতিতে যুক্ত সমস্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে,স্বচ্ছতার সাথে এস এস সি’র মাধ্যমে প্যানেল ভুক্ত সকল প্রার্থীদের নিয়োগের দাবিতে পথে নেমে সোচ্চার হলো শতাব্দী প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)। উপরোক্ত সমস্ত দাবি সহ আরও অন্যান্য দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো এবিটিএ-পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে। এদিন রবীন্দ্রনগর অবস্থিত সংগঠনের জেলা দপ্তর গোলোকপতি ভবন থেকে মিছিল শুরু হয়ে বিদ্যাসাগর মোড়, গান্ধীমোড়,পঞ্চুরচক, গোলকুঁয়ার চক, বটতলা চক, হাসপাতালে রোড হয়ে পুনরায় জেলা দপ্তরে শেষ হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ, সদর মহকুমা সম্পাদক জগন্নাথ খান, মহকুমা সভানেত্রী সবিতা মান্না , পাপিয়া চৌধুরী,সত্যকিংকর হাজরা সহ অন্যান্য শিক্ষক নেতৃত্ব। এদিনের মিছিলে শতাধিক শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী অংশ নেন। মেদিনীপুর শহর ছাড়াও এদিন ঘাটাল ও খড়্গপুরে একই দাবিতে সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।