পুনরায় কাজে বহাল কোভিড যোদ্ধারা, কাজে ফিরতে পারায় খুসির হাওয়া।

0
772

মনিরুল হক, কোচবিহার: করোনা সংক্রমণ কমে যেতেই কাছ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছিল কোচবিহার এম জে এন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের কোভিড ওয়ার্ডে নেওয়া বহু অস্থায়ী কর্মীকে। যার ফলে চরম আর্থিক সমস্যায় পড়তে হয় সেই অস্থায়ী কর্মীদের। পরবর্তীতে তাদের কথা বিবেচনা করে তাদের পুনরায় কাজে নিযুক্ত করা হলো। নতুন করে কাজ ফিরে পেয়ে খুশি কোভিড যোদ্ধারা। বৃহস্পতিবার কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে মোট ৫০ জন অস্থায়ী কর্মীদের পুনরায় কাজের নেওয়া হয়।

এ বিষয়ে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডক্টর রাজীব প্রসাদ জানান , করোনা মহামারী শেষ হয়ে যাওয়ার পর এই রাজ্য সরকার নানা বিধিনিষেধ তুলে দিয়েছে তারপরে করোনা কালে কাজে নিযুক্ত সকলে তারা কাজ হারিয়ে ফেলেন। ফলে সকলেই দুশ্চিন্তায় সময় কাটাচ্ছিলেন তারা। কিভাবে তারা সংসার চালাবেন সেটাই ছিল মূল চিন্তার বিষয়। সেই কথা মাথায় রেখে তাদের পুনরায় কাজে নিযুক্ত করা হলো। বিগত দিনে তারা যেভাবে কাজ করে এসেছিলেন তারা আগামী দিনে আরও ভালোভাবে কাজ করেন এবং সেই আশায় তিনি করেন। তিনি তাদেরকে পুনরায় কাজে যুক্ত করার ফলে বেশ খুশি হয়েছেন বলেও তিনি দাবি করেন এদিন।