নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- শুরু হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এর বার্ষিক উৎসব MILIEU 2022, যারপরনাই খুশির আমেজ ক্যাম্পাস জুড়ে। উৎসবের শুভ সূচনা হল সঙ্গীত শিল্পী দেবদীপ মুখার্জির গানের মধ্য দিয়ে। উৎসবে মেতে উঠলো সমগ্র ক্যাম্পাস। দেবদীপও নতুন করে আলাপ করে নিলেন এই প্রজন্মের ছাত্র-ছাত্রীদের সাথে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি স্টুডেন্টস কাউন্সিল এর পক্ষ থেকে একজন আয়োজক বলেন, “আজ আমাদের উৎসবের শুভ সূচনা হল । আগামী এক মাস জুড়ে নানা পর্বের মধ্য দিয়ে আমরা সবাই মিলে পালন করব। করোনা উত্তর সময়ে সবাই কে নিয়ে এটা করা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ।”