নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদা শহরের বিভিন্ন এলাকায় যত্রতত্র বিজ্ঞাপনের হোর্ডিংয়ে দৃশ্য দূষণের অভিযোগ পেয়ে তদারকি শুরু করলো ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ । সংশ্লিষ্ট পুরসভা ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূজা দাস পুরসভার বিজ্ঞাপন বিভাগের দায়িত্বে রয়েছেন। শহরের দৃশ্য দূষণের বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে বিস্তর অভিযোগ ওঠার পরই বৃহস্পতিবার তৃণমূল কাউন্সিলর পূজা দাস বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন। বিগত দিনে পুরসভার অধীনস্থ জায়গাগুলিতে বিজ্ঞাপনের রয়েছে কিনা, বা সেগুলির পরিকাঠামোগত কী ধরনের ব্যবস্থা রয়েছে কারো খোঁজ-খবর নেন কাউন্সিলর। এমনকি যারা বিজ্ঞাপনের দিয়েছেন, সেসব ক্ষেত্রে পুরসভাকে কোনরকম কর দেওয়া হচ্ছে কিনা এই সমস্ত সংক্রান্ত বিষয় নিয়েই এদিন কাউন্সিলর পূজা দাস তদারকি চালান।
ইংরেজবাজার পুরসভার বিজ্ঞাপন বিভাগের দায়িত্বে থাকা তৃণমূল কাউন্সিলর পূজা দাস জানিয়েছেন , শহরের বিভিন্ন এলাকায় পুরসভার যেগুলি জায়গা রয়েছে, সেখানে যত্রতত্র বিজ্ঞাপনের হোডিঙয়ে ভরে গিয়েছে । ঝড়, বৃষ্টির মধ্যেও অনেক জায়গার হোডিং ভেঙে পড়েছে। সেইসব বিজ্ঞাপনের হোডিং দেওয়ার ব্যবস্থা গুলি ঠিকঠাক করতে হবে। এছাড়াও যে সব বিজ্ঞাপনের মেয়াদ সম্পূর্ণ হয়ে গেছে। অথচ এখনও শহরের পুরসভার জায়গাতে বিজ্ঞাপনের হোডিং রয়েছে, সেগুলি এদিন তদারকি করে দেখা হচ্ছে। পুরকর ফাঁকি দিয়ে এভাবে বিজ্ঞাপনে হোডিং শহরে দেওয়া যাবে না। তাছাড়াও মানুষের দৃশ্য দূষণ রোধের ক্ষেত্রেও অভিযোগ উঠে আসছে। সেগুলি এদিন খতিয়ে দেখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Home রাজ্য উত্তর বাংলা মালদা শহরের বিভিন্ন এলাকায় যত্রতত্র বিজ্ঞাপনের হোর্ডিংয়ে দৃশ্য দূষণের অভিযোগ পেয়ে তদারকি...