ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন এরিক টেন হ্যাগ।

0
775

এরিক টেন হ্যাগকে প্রথম দলের ম্যানেজার হিসাবে নিয়োগ করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।  প্রিমিয়ার লিগের নামজাদা ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয় – ” প্রথম দলের ম্যানেজার হিসাবে এরিক টেন হ্যাগকে নিয়োগ করবার কথা জানাতে পেরে ক্লাব ভীষণই তৃপ্ত। এই মরসুমের শেষ থেকে ২০২৫ সালের জুন অবধি চুক্তি করা হয়েছে। ওই চুক্তিতে এক বছর মেয়াদবৃদ্ধির বিকল্পও রাখা হয়েছে। ”

এরিক টেন হ্যাগকে প্রথম দলের ম্যানেজার হিসাবে নিয়োগ করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে প্রিমিয়ার লিগের নামজাদা ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, আগামী মরসুমের শুরু থেকেই অন্তর্বর্তীকালীন কোচ র‍্যাল্ফ র‍্যাগনিকের কাছ থেকে দায়িত্বগ্রহণ করবেন এরিক।

ইউনাইটেডে কোচ হতে পেরে রোমাঞ্চিত হ্যাগ জানান, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে পারা বড় সম্মানের। সামনের চ্যালেঞ্জের জন্য অনেক রোমাঞ্চিত। অসাধারণ এই ক্লাবটার ইতিহাস আমি জানি, সমর্থকদের আবেগও বুঝি, ক্লাবটাকে প্রত্যাশিত সাফল্য এনে দেওয়ার মতো একটা দল গড়তে আমি সবটুকু দিয়ে লড়তে প্রস্তুত।’

ম্যানচেস্টার ইউনাইটেড ২০১৩ সালের পর প্রিমিয়ার লিগের কোন শিরোপা জিততে পারেনি। চলতি মৌসুমে ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ছয়ে। সেরা চারে থেকে মৌসুম শেষ করতে না পারলে কাটা হবে না চ্যাম্পিয়ন্স লিগের টিকেট। দলের এমন বাজে পরিস্থিতি জেনেও ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিলেন টেন হ্যাগ। এর আগে গত বছরের নভেম্বরে ব্যর্থতার দায়ে ওলে গুনার সুলশারকে বিদায় করে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল রালফ রাংনিককে।

টেন হ্যাগকে নেওয়ার বিবৃতিতে ইউনাইটেডের ফুটবল পরিচালক জন মার্টগ বলেন,’গত চার বছরে আয়াক্সে এরিক নিজেকে ইউরোপের অন্যতম রোমাঞ্চকর ফুটবল উপহার দেওয়া, অন্যতম সফল কোচ হিসেবে প্রমাণ করেছেন। তার দলের আকর্ষণীয়, আক্রমণাত্মক ফুটবলের পাশাপাশি তরুণদের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেওয়ার কারণে তিনি বিখ্যাত।’