কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠে আগামী কাল শুরু হচ্ছে কৃষ্ণনগর নূপুর ডান্স অ্যাকাডেমির বার্ষিক উৎসব।

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠে আগামী কাল শুরু হচ্ছে কৃষ্ণনগর নূপুর ডান্স অ্যাকাডেমির বার্ষিক উৎসব। শহর জুড়ে তার প্রস্তুতি তুঙ্গে। ইতোমধ্যে উৎসবের জন্যে এসে হাজির হয়েছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার কুমার শর্মা এবং তার টিম।

আয়োজক সংস্থার পক্ষ থেকে গোপা মুখার্জি বলেন, “দীর্ঘ দিন অপেক্ষা করে তার পর উৎসবের সময় এসেছে। নূপুর এর এই পার্বন পুরো শহরের উৎসব হয়ে উঠুক, সেই কামনা করি, এবং সবাই কে আহবান করি, আগামী কাল ঠিক সন্ধে সাড়ে পাঁচ টা থেকে আপনারা আসুন, অন্য রকম সময় উপহার দেবো আপনাদের, কারণ এই ‘ত্রিনাদ’ ভারতবর্ষে প্রথম হচ্ছে আমাদের এই শহরে ।”

নদিয়া
#Krishnagar_Nupur_Dance_Academy #Trinaad #kathak #concert #production #dancer #performer #Krishnanagar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *